ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুর ব্রিজের পাশে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের।


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৭:১৮:২৬
উলিপুর ব্রিজের পাশে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের। উলিপুর ব্রিজের পাশে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের।
খালিদ হাসান সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
 সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 
‎নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।

 
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি গরু বোঝাই ভটভটি নওঁগা হাটের দিকে দ্রুতগামী অবস্থায় একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 
‎তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ