ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি: তামিম

নিউজ ডেস্ক
আপডেট সময় : ২০২৫-১০-০৬ ১৯:১৬:৫৪
আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি: তামিম আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি: তামিম

স্পোর্টস ডেস্ক
সরকারি হস্তক্ষেপ আর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল খান। পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক এই অধিনায়ক। আজ বিসিবি নির্বাচনের দিন খবর ছড়ায়, তামিম ব্যালট পেপার নিয়েছেন এবং ভোট দিয়েছেন। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন তামিম নিজেই।


নিজের অফিসিয়াল পেজবুক পেজে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’ তিনি আরো লেখেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ