জানা যায়, পৌর সদরের দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন, পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং একই এলাকার গফুরের ছেলে মোস্তাকিন (২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থাণীয়রা কৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এবিষয়ে বেড়া মডেল থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে ।