পাবনার বেড়ায় সেফটি ট্যাংক শাটার খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১১:০৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১১:০৭:১৫ অপরাহ্ন
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি: 
পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (বৃহস্পতিবার ১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায়।
 
জানা যায়, পৌর সদরের দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
 
নিহতরা হলেন, পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং একই এলাকার গফুরের ছেলে মোস্তাকিন (২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থাণীয়রা কৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এবিষয়ে বেড়া মডেল থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]