কলমাকান্দায় জেলা প্রশাসকের পরিদর্শন: উন্নয়ন-অগ্রগতির নতুন দিগন্তে আশার আলো

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১১:১৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১১:১৬:৪৬ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কলমাকান্দা উপজেলা পরিদর্শন করেছেন। বুধবার (৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন, বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং জনগণের সেবায় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
 

এসময় তিনি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাই-সাইকেল বিতরণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন।
 

এছাড়াও জেলা প্রশাসক কলমাকান্দা উপজেলার পর্যটন শিল্পের সম্ভাবনা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয়রা, জেলা প্রশাসনের এ উদ্যোগকে কলমাকান্দা উপজেলার উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচনের পদক্ষেপ হিসেবে দেখছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]