মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১১:০৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১১:০৫:৪৮ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের উদ্যোগে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে এক সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলার দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয় ও দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় ব্রাহ্মণপাড়া থানার নবাগত ওসি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, এ উপজেলায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি তোমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছ থেকে তুমাদের দুরত্ব বজায় রেখে চলতে হবে।


এসময় তিনি আরও বলেন, আজকের তোমরা যারা শিক্ষার্থী আগামী দিনে তোমরা বাংলাদেশের কর্ণধার। তুমাদের সবাইকে লেখাপড়া শিখে এ দেশের হাল ধরতে হবে। এসময় তিনি মেয়েদের উদ্যেশে বলেন, তোমরা লেখাপড়া শিখে আগে শিক্ষিত হও এর পর বাবা-মাকে বলবে বিয়ের চিন্তা করতে। এসময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া ইভটিজিং প্রতিরোধে ব্রাহ্মণপাড়া থানা সবসময় তোমাদের পাশে আছে বলে তিনি শিক্ষার্থীদের জানান।

 
এসময় উপস্থিত ছিলেন, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুকুল আলম রোমান সরকারসহ অত্র প্রতিষ্ঠান গুলোর শিক্ষকগণ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]