কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াতের নেতৃবৃ্ন্দ

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১০:০২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১০:০২:৪৩ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতের নেতৃবৃ্ন্দ। 
 
 
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 
 
 
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
 
 
এ সময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের নিজ আসনে উদ্দেশ্য ও কর্তব্য নিয়ে নিজেদের মতামত সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

 
এ সময় জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেন, আমি কুষ্টিয়ায় মানুষের কল্যাণে কাজ করতে চাই। সরকারি অফিসগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। সাধারণ মানুষ এখনো এসপি অফিস, থানা কিংবা সিভিল সার্ভিস অফিসে যেতে ভয় পায়। আমরা সুযোগ পেলে এসব প্রতিষ্ঠানকে জনগণের সেবার জায়গা হিসেবে গড়ে তুলব।
 
 
মতবিনিময়ে সভায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]