মেঘনায় মৎস্য ও কোস্টগার্ডের উপর জেলেদের হামলা।

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০৭:৪২ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: 
মেঘনায় চলছে চতুর্থ দিনের মতো 'মা' ইলিশ রক্ষা অভিযান। অভিযান চলাকালীন সময়ে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর আলীগঞ্জ অংশে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময়ে কোস্ট গার্ড ও হিজলা  মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে, এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে মূল মেঘনার আলীগঞ্চ পয়েন্টে অবৈধ ভাবে মাছ শিকারের সময়ে তাদেরকে আটক করতে গেলে তারা দা ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আমি সহ সাতজন আহত হয়েছি। হামলাকারী সাতজন জেলেকে আটক করা হয়েছে। 


চতুর্থ দিনের অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এবং মৎস্য অধিদপ্তরের একটি স্পিড বোট ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারী ৬ জনকে ৬ মাসের জন্য কারাদণ্ড প্রদান করা হয় এবং একজনকে জরিমানা করা হয়। 

এছাড়াও হিজলা উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাছ ধরার দায়ে আরো পাঁচজন জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।


কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম ও হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]