নেত্রকোনায় যুব উন্নয়নে বহুমুখী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৫২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৫২:১৪ অপরাহ্ন
 
 
স্টাফ রিপোর্টারঃ 
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নেত্রকোনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রি ল্যান্সিং, পোষাক তৈরি, গবাদি প্রাণী ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার উপ পরিচালক জনাব ফারজানা পারভীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। 
 

১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রশিক্ষণার্থীদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১ থেকে ৩ মাস মেয়াদি কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী আবাসিক সুবিধা পাবেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সরকার নির্ধারিত খাবার ও যাতায়াত ভাতার ব্যবস্থাও রয়েছে।

 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “যুব সমাজ আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে দক্ষতা অর্জনই টেকসই জীবিকার পথ খুলে দিতে পারে। এসময় তিনি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনটি ট্রেডের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]