রাজশাহীতে শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৩৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৩৮:৩৭ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা হিমাগারের দুটি কক্ষ ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের আটকে রাখার দাবি করছেন। আহত অবস্থায় মেডিকেল শিক্ষার্থী, ১৩ বছর বয়সী কিশোরী ও এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মেডিকেল শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। কিশোরী জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে আলপিন দিয়ে আঘাত করা হয়েছে।


এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবি জানাচ্ছেন। এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের বের করে আনতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]