মোহনগন্জে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৪৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৪৯:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের থানার মোড়ে নিজ দোকানের ভেতরেই ঘটে এ নৃশংস হত্যাকাণ্ড।


নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় নারায়ণের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।


এই হত্যাকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “এ ঘটনার দ্রুত বিচার চাই। যেন আর কোনো ব্যবসায়ীর এমন করুণ পরিণতি না হয়, প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”


পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা বা ছিনতাই—সব দিকই তদন্ত করা হচ্ছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]