কুমারখালীতে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:৩৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:৩৬:০১ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী (সা:) মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (৬ অক্টোবর) বাদ জোহর আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এই সীরাত মাহফিলের আয়োজন করে। 
 
 
কুমারখালী আদর্শ ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফয়জুল হক।
 
 
সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
 

এসময় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল হালিম, মাওলানা শরিফুল ইসলাম হিলালী, মাওলানা নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুল মতিন। মাহফিলে  উদ্বোধনী বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সমাজসেবক আশিকুল ইসলাম চপল। 
 
 
মাহফিলের মাঝে মাঝে নাতে রাসুল (সা:) পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠি কুষ্টিয়ার পরিচালক জহির বীন মাজিদ। শুরুতে সুললিত কন্ঠে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা ইবরাহিম খলিলুল্লাহ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]