
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আজ সোমবার সকালে জেলা প্রশাসন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া, জেলা শিশু বিষয় কর্মকর্তা মাহফুজা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিশুদের অধিকার সুনিশ্চিত করণে প্রত্যেক্টি পরিবারের ভূমিকা থাকতে হবে। আজকের শিশুদের আগামীর জন্য গড়ে তুলার দায়িত্ব আমাদের সকলের।