মদনে কৃষককে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:৫০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:৫০:০৩ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোনার মদন উপজেলায় হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
 
রোববার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকের খোঁজে রাতে পাশের রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শাহাবুদ্দিনের লোকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, শাহাবুদ্দিন ও তার সহযোগীদের হামলায় ঘটনাস্থলেই তার চাচা মারা যান।

 
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন বলেন, “মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

 
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ মুঠোফোনে  জানান, লাশ পোস্টমর্টেম এর পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা রজু হয়নি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]