পীরগঞ্জে মাদক বিরোধী সমাবেশে হামলা, ৩ যুবক হাসপাতালে।

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১১:৪৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১১:৪৯:২৫ অপরাহ্ন



মো: পারভেজ হাসান
 ঠাকুরগাঁও প্রতিনিধি:
 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ আয়োজনের জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে পৌর শহরের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হৃদয়, সাব্বির ও সাগর।


স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ রেল স্টেশনের আশপাশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে দিন-রাত মাদক বিক্রি করছে, যা যুব সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্টেশনপাড়ার কিছু যুবক জনসচেতনতা বাড়াতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেল স্টেশনের পূর্ব পাশে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন।


সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড সমাবেশে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীলসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। সমাবেশ শেষে অতিথিরা চলে গেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আয়োজকদের ওপর হামলা চালায়। এতে হৃদয়, সাব্বির ও সাগরসহ বেশ কয়েকজন আহত হন। আহত তিন যুবককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


আহত সাগর হোসেন জানান, এর আগেও তারা রেল স্টেশনের পশ্চিমে একটি মাদক বিরোধী সমাবেশ করেছিলেন, এবং তখনও তাদের ওপর হামলা হয়েছিল। তবে থানা প্রশাসন তখন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর বারবার হামলা চালাচ্ছে।”


অপর আহত হৃদয় জানান, হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কোনো হামলাকারী গ্রেপ্তার হয়নি।


পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম শনিবার বিকালে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে পৌঁছে মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি। তিনি বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]