বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৩১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৩১:৫৮ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা।


আজ শনিবার ( ৪ অক্টোবর ) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।


বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের বোয়ালখালী শাখার আহ্বায়ক মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মো.দিদারুল আলম, সুমন কান্তি ঘোষ, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আকতার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা ও প্রান্ত পারিয়াল।


তাদের ৬দফা দাবির মধ্যে রয়েছে- পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া ও  বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা।


অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।


এছাড়াও নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যতায় আরো কঠোর কর্মসূচির দেয়ার ঘোষণা দেয়া হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]