ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার দাওয়াতি মাস উদ্বোধন

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন


জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:

শুক্রবার (৩ অক্টোবর'২৫) বিকেল ৫টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী সভাপতিত্বে জেলা কার্যালয়ের সামনে দাওয়াতি মাস উদ্বোধন করা হয়।


উক্ত দাওয়াতি মাস উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ আল শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জিয়াউর রহমান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব, দফতর সম্পাদক মাওলানা আবু রায়হান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী আবদুল মালেক মাহমুদী, প্রকাশনা সম্পাদক এইচ এম নুরুজ্জামান, অর্থ মাওলানা আবদুল হালিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এ দাউদ,আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মঞ্জুর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠীর সম্পাদক মাওলানা ইব্রাহিম আজিজী, উপসম্পাদক মাওলানা উসমান গণি হাবিব প্রমূখ।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী বলেন, জেলার আওতাধীন সকল থানা/ উপজেলায় এ কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন সদস্য সংগ্রহ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]