তানোরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:৫৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:৫৩:১৩ অপরাহ্ন

দেলোয়ার হোসেন সোহেল তানোর রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলার নবাগত ইউএনও নাঈমা খানের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তানোর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময় ও সোনালী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি সাইদ সাজু, সহ-সভাপতি দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার তানোর প্রতিনিধি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও সোনার দেশ পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন সোহেল ও কোষাধ্যক্ষ দৈনিক যুগান্তর পত্রিকার তানোর প্রতিনিধি ইমরান হোসাইন।

এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন ও সানশাইন পত্রিকার বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু, দপ্তর সম্পাদক ও রাজশাহী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি ওবাইদুর রহমান সুজন ও সদস্য আলোকিত ৭১ অনলাইন পত্রিকার তানোর প্রতিনিধি মোমিনুল হক মমিন প্রমুখ।

এসময় নবাগত ইউএনও নাঈমা খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর যে চেতনা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব সে চেতনা বাস্তবায়ন করা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]