বরিশাল আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১১:৪৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১১:৪৪:১২ অপরাহ্ন

রাহাদ সুমন, বরিশাল: 

বরিশাল আদালত পরিদর্শন করেছেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি।

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এতে উপস্থিত থাকছেন, সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও। বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজী‌বী ও বিচারকরা। 

এসময় তার সঙ্গে ছিলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপ‌তিত্ব ক‌রেন। 

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা— এটা সত্যিই ঐতিহাসিক।’ প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]