
মো:কোরবান আলী রিপন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ ;
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড় কোয়ালিবের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা মো: শফিউল আলম চাঁদ তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক দূর্নীতিতে জরিয়ে পরে।তিনি আওয়ামী লীগের ইউনিয়ন সদস্য হওয়ার কারণে তাকে কেঘ বাঁধা দিতে সাহস পায়নি।এছাড়াও তার বিশেষ সহযোগী ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু মন্ডল।এরা দুই জন ততকালীন এমপি তানভীর ইমামের বিশেষ আস্থাভাজন হওয়ায় অতি সহজেই তাদের সকল দূর্নীতির কার্যক্রম পরিচালনা করেছে।নিয়োগ বানিজ্য থেকে শুরু করে তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান পর্যন্ত নষ্ট করে ফেলছে।তাদের এই কুকর্মের কারণে ঐ প্রতিষ্ঠানে কোন নিয়ম কানুন ছিলোনা।শিক্ষকরা ইচ্ছে মতে স্কুলে আসতো আবার চলে যেত।
উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়কোয়ালীবেড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এক বছর যেতে না যেতেই বেহাল অবস্হা,এখন বর্ষাকাল চারিদেকে পানি যেকোন সময় প্রতিষ্টান টি ধসে পড়তে পারে বলে এলাকার মানুষ আশাংকা করছে,প্রতিষ্টানে প্রায়ই এক হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এদের জীবন অনেক ঝুকিতে রয়েছে, জানা গেছে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিউল আলম আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ঠিকাদারের সাথে আতাত করে লাখ লাখ টাকা আত্বাসৎ করছে এবং এলাকায় ১৫ বিঘা জমি করেছে উল্লাপাড়া শহরে এক কোটি টাকার জায়গা করেছে।
যত নিয়োগ বানিজ্য উল্লাপাড়াতে হতো তার মুলহোতা এই শফিউল আলম, তানভীর ইমামের সবচেয়ে কাছের লোক বলে সে পরিচিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা গ্রহণ করে তার বিচারে কাজ শুরু করা হোক। এই শিক্ষককে এমন দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক যা দেখে অন্যান্য শিক্ষকরা শিক্ষা পাই এবং সকল প্রকার দুর্নীতি থেকে বিরত থেকে আমাদের সোনার বাংলাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।