রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ৪

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৪:২৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৪:২৯:২১ অপরাহ্ন
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সোলেমান আলীর ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (২৪ আগস্ট) উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 
পুলিশ ও পথচারীরা জানান, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এবং আহত সঞ্জয় নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করেন।বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

 
আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ), একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮)।
 
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]