পীরগঞ্জের খালাসপীর থিরারপাড়া ভাটার অনিয়ম ও দুর্নীতি: আইনের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ প্রয়োজন।

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৭:০৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৭:২০:৪৭ অপরাহ্ন

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাস পীর থিরারপাড়া কামারপাড়া এলাকায় একটি ইটভাটা, সমিল ও গ্যাস পাম্পের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলমগীর বাদশা নামের একজন ব্যক্তি, যিনি সরকারি খাস জমি দখল, অবৈধ ব্যবসা, পরিবেশ বিধি লঙ্ঘন এবং স্থানীয়দের হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় এক মাস আগে আবারও অবৈধভাবে ভাটাটি চালু করা হয়। অভিযোগ রয়েছে- সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা অনুমোদিত এলাকার বাইরে ইট উৎপাদন কৃষিজমি বিনষ্ট ও পরিবেশ ধ্বংস শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ অবৈধভাবে সমিল ও গ্যাস পাম্প পরিচালনা মাদক সামগ্রী মজুদ ও বেচাকেনার অভিযোগ স্থানীয় সাংবাদিকদের হুমকি প্রদান এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ড শুধু পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে না বরং জননিরাপত্তা ও সামাজিক শান্তি বিঘ্নিত করছে। পাশের নামাজ ঘরের পাশে ও বিশ্রাম কক্ষে মাদক সামগ্রী পাওয়া গেছে বলেও অভিযোগ উঠেছে।

আইন বিশেষজ্ঞরা জানান, পরিবেশ সংরক্ষণ আইন, শ্রম আইন এবং ভাটা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী এসব অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। তাই, জরুরি ভিত্তিতে প্রশাসনের উচিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]