সাবেক স্ত্রীর বাড়ি থেকে স্বামীর লাশ উদ্ধার আটক ৩

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:০৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:০৪:১১ অপরাহ্ন

দেলোয়ার হোসেন সোহেল তানোর :
রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক এক স্বামী বেলাল হোসেন (৩২)'র লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় সাবেক স্ত্রী ৩ সন্তানের জননী চাঁদনী বেগম (২৮), শ্বশুর সুলতান মাহমুদ (৪৮) ও শ্বশুড়ি ছবিরন (৪৫) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় নিহত বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বাদি হয়ে ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামে।


মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র বেলাল হোসেনের সাথে প্রায় ১২ বছর আগে একই গ্রামের সুলতান হোসেনের কন্যা চাঁদনীর বিয়ে হয়। ঘর সংসার জীবনে তাদের ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। এঅবস্থায় তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত ০২ বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের একটি মামলা চলমান রয়েছে।


এর মধ্যই বেলাল হোসেন ২য় বিয়ে করে ঘর সংসার করা অবস্থায় ২য় বউয়ের আরো ১ কন্যা সন্তান রয়েছে। নিহত বেলাল মাঝে মধ্যেই তার পূর্বের সংসারের সন্তানদের সাথে দেখা করতে সাবেক স্ত্রীর বাড়িতে যেতেন। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার বিকালে নিহত বেলাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে তারা তার মৃত্যুর খবর পান। মৃত ভিকটিমের মাথায়, হাতে ও পিঠে মারপিট ও কাটা জখমের চিহ্ন রয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, নিহত বেলাল হোসেনের সাবেক স্ত্রীর বাড়ি থেকে গলাই উড়না প্যাচানো লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাবেক স্ত্রী, সাবেক শ্বশুর ও সাবেক শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]