ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৭:৫১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৭:৫১:৩১ অপরাহ্ন
মোঃ আরিফুল ইসলাম 
ঢাকা আলিয়া প্রতিনিধি,


 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।

আজ বুধবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফল হস্তান্তর করেন ভাইস চ্যান্সেলরের কাছে।

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা প্রথম স্থান অর্জন করেছে। ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান পেয়েছে।

এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১,৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৮,৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২৮০ শিক্ষার্থী A+ (এ প্লাস) অর্জন করেছেন। প্রথম বর্ষের পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

পরীক্ষা ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.result.iau.edu.bd.com



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]