
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস সাকির বাবলু এর অনিয়ম দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে ইউপি সদস্যদের অনাস্থার প্রস্তাব আনায়ন করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৫/০৮/২০২৫ইং তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর কাছে লিখিত অভিযোগ করে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন। এই মর্মে আলাদীপুর ইউপির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনজুরুল, মোঃ মোয়াজ্জেম, মোঃ আব্দুল আউয়াল, মানিক মন্ডল, গৌড় চন্দ্র, অর্পন চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্যা রহিমা বেগম, স্বাক্ষরিত আবেদন টি জমা দেন। অভিযোগে জানা যায়, আলাদীপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে একক আধিপত্ত বিস্তার করে অনিয়ম করে আসছে। এই মর্মে ১০ জন ইউপি সদস্য অনাস্থা এনেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলীর সাথে কথা বললে তিনি জানান, ০৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি ঘটন করা হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইউনিয়ন পরিষদের জনস্বার্থে কাজগুলি করার জন্য ইউনিয়ন পরিষদ সচিব রাজিউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস সাকির বাবলু এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।