মঠবাড়িয়ায় বড় বোনের কিডনি দিয়ে জীবন বাঁচালো ছোট ভাইয়ের

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৬:৩১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৬:৩১:৩২ অপরাহ্ন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নারী ইউপি সদস্য বোন নিজের কিডনি দান করেছেন। উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হাসিনা বেগম (৪৫) নিজের একটি কিডনি দিয়ে ছোট ভাই হাসান বিশ্বাস (৩৮) জীবন বাঁচিয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত একটায় ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম হাসিনার দেওয়া কিডনি হাসানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেছেন। বর্তমানে ভাই ও বোন দু’জনেই সুস্থ রয়েছেন। এ ঘটনার পর সবার প্রশংসায় ভাসছেন নারী নেত্রী হাসিনা বেগম।


হাসিনার স্বামী ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক লিটন জানান, সাত মাস পূর্বে হঠাৎ হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে বোন দুই সন্তানের জননী হাসিনা স্বামীর পরামর্শে শরীরের সবচাইতে মহামূল্যবান সম্পদ কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসকে দিতে সম্মতি দেন। শেষে গতকাল মঙ্গলবার দিনগত রাতে অস্ত্র পাচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]