ভালুকায় অপপ্রচারের প্রতিবাদে ধ্রুব চৌধুরীর সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৪:১২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৪:১২:০৫ অপরাহ্ন

 

 

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব'র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নর্প নীট ইন্ডাস্ট্রিজ এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, আসাদুজ্জামান চৌধুরী ধ্রুব। এসময় তিনি বলেন উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর শেল্টারে নাজমা আক্তার নামের এক নারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা সংবাদ করা সহ আমাকে হয়রানি করার চেষ্টা করছে। তিনি বলেন, তারেক উল্লাহ চৌধুরী জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে  করে এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছে। তিনি বলেন, ইতিপূর্বে আমার তৈরি কৃত প্রজেক্ট সুপ্রীম ইয়ার কন্ডিশন এর কাজ আমার কাছ থেকে তারেক উল্লাহ চৌধুরী জোরপূর্বক কেড়ে নিয়ে গেছে।


তিনি আরও বলেন, তারেক উল্লাহ চৌধুরীর অপকর্ম নিয়ে বিএনপির হাইকমান্ড সহ সেনাবাহিনীর কাছে দুইটি অভিযোগ দেওয়া হয়েছে। নর্প নিট ইন্ডাস্ট্রিজ এর সকল কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আইনি ভাবে সহযোগিতা করার জন্য আমি সংবাদ সম্মেলন করছি। এসময় তিনি সত্য প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]