
মোঃআরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি:
রোভার স্কাউটিং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী হিসেবে গড়ে তোলে। এ আন্দোলন তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সবল রাখতে সহায়ক ভূমিকা রাখে। নেতৃত্বদানে সক্ষমতা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে দেয় রোভার স্কাউট। মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ৪০৬তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অর্থায়নে এ দিনব্যাপী কোর্সে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইআবি-অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. শামছুল আলম আরও বলেন, দুর্যোগকালীন সময়ে দেশের যেকোনো সংকটে স্কাউট সদস্যরা সর্বাগ্রে এগিয়ে আসে। আমি মনে করি, প্রতিটি শিক্ষার্থীর রোভার স্কাউট আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। এজন্য দেশের সব মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-এর সম্পাদক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান,ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী,কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ,কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন, প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কলা অনুষদের ডিন প্রফেসর এ. এইচ. এম. এ সালেক
এছাড়াও উপস্থিত ছিলেন, ইআবি রোভার স্কাউট কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশফাক আখতার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. রুমী কিসলু, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের রোভার স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।