নির্মাণকৃত ঘর ভাংচুর ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা। ​

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি।

ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের বাঁধা ও ভাংচুর। ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামে মোঃ রাজু আহমেদ একই গ্রামে মোঃ রাশেদ আহমেদ ও বেবি নাজনিম এর কাছ থেকে ৫৬ শতক জমির মধ্যে ১২ শতক জমি গত গত ১৩/১১/২০২৪ইং তারিখে ৩৪১৯ নং দলিল মূলে ক্রয় করেন। যাহার এস এ দাগ নং-১০২, বিএস দাগ নং-১০৫৯, মৌজা-কৃষ্ণপুর।

উক্ত জমি ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করেন। গতকাল শনিবার উত্তর সুজাপুর গ্রামে নজরুল ইসলাম এর পুত্র মোঃ বাবু হোসেন ঐ জমির ওয়ারি দাবী করে মোঃ রাজ আহম্দে এর ঘর ভাংচুর ও রাজু আহমেদ কে মারপিট করেন। এই ঘটনায় মোঃ রাজু আহমেদ আহত হয়ে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ঐ ঘটনায় ফুলবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে দু-পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে বসার কথা বলেন। 

মোঃ রাজু আহমেদ জানান, মোঃ বাবু হোসেন কোন ভাবে আমার এই ক্রয়কৃত সম্পত্তিতে ওয়ারিশসূত্রে দাবী করতে পারে না। যেহেতু জমির মালিক খাজনা খারিজ করার পর আমার কাছে বিক্রয় করেন। আমি উক্ত ঘটার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ করছি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]