ভালুকায় এইচবিবি রাস্তার উদ্ধোধন

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৬:৫৩ অপরাহ্ন
 
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় একটি বহুল প্রতিক্ষিত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের সার্বিক সহযোগিতায় পৌর সদরের মেঘারমাঠ থেকে ডাঃ কামরুল ইসলামের বাড়ি পযর্ন্ত এইচবিবি সলিং রাস্তার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ মাহমুদ। 
 
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর দুরবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়তে হতো। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে চলাচলে মারাত্মক সমস্যায় পরতে হয়েছে। এই নতুন এইচবিবি রাস্তাগুলোর কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের চলাচল যেমন সহজ হয়েছে, তেমনি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং রোগী পরিবহনে অনেক সুবিধা হয়েছে। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন, দপ্তর সম্পাদক ডাঃ হাফিজ, সাবেক কাউন্সিলর শাহাব উদ্দিন খান, মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন, উপজেলা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সহ-সভাপতি আসাদ্দুজ্জামান আসাদ, মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক কাইসার মাহমুদ চঞ্চল সহ আরো অনেকে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]