বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১২:১৪:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১২:১৪:০৪ পূর্বাহ্ন


বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।


অনুষ্ঠানে অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও রিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, অনুষদের বিভাগীয় প্রধান ও ডিন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অনুষদ পরিচিতিমূলক বই ও ফুল দিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিচয়পর্ব।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বর্তমানে কৃষি একটি নন-প্রফিটেবল সেক্টরে পরিণত হয়েছে। কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে কৃষি প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে। তাদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”


তিনি আরও বলেন, “ইতোমধ্যে কৃষি প্রকৌশলীরা কৃষকদের সহায়তা করেছেন। তবে আরও সহজলভ্য ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা সরাসরি কৃষকের কাজে লাগবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]