সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন।​

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১১:৫৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১১:৫৮:১৭ অপরাহ্ন

মো: নাহিদুর রহমান শামীম, ভ্রাম্যমাণ প্রতিনিধি। 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। সোমবার  সকাল ১০টার দিকে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সূজন, প্রেসক্লাবের সহ-সভাপতি শাজাহান বিশ্বাস ও আবুল বাশার আব্বাসী, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, কালবেলার জেলা প্রতিনিধি মো. সেলিম মিয়াসহ চ্যানেল a1 সাংবাদিক মোঃ মোবারক হোসেন  অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি- বিশেষ করে ফাঁসির দাবিও জানানো হয়। তারা আরও বলেন, এমন ঘটনা যদি কঠোর শাস্তি ছাড়া মীমাংসা হয়, তবে সমাজে এর নেতিবাচক প্রভাব থেকে যাবে।

বক্তারা আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচিত সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]