এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১১:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১১:১২:০৩ অপরাহ্ন
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
 
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ গ্রেড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মনিরুজ্জামান, গফরগাঁও উপজেলার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি। সঞ্চালনা করেন শরিফুল ইসলাম, পাগলা থানা শাখার সভাপতি।
 
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি আবদুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি কবি শফিকুল ইসলাম হামিম।
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা আমীর ও ময়মনসিংহ জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী।
 
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]