সরকারি নাজমুল স্মৃতি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবযাত্রা অনুষ্ঠান।

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:০৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:০৫:৫০ অপরাহ্ন
 
তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।
 
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) ১ম বর্ষের ১২শ ব্যাচের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ‘নবযাত্রা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সোমবার (১১ আগস্ট)রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নাঈম ও জেসমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন এবং সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকেও একজন বক্তব্য রাখেন।
 
আলোচনায় বক্তব্য দেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল বাসার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, তৈরি পোশাক শিল্পী জনাব মোঃ সেকান্দার আলী, উন্নত জাতের ধানের উদ্ভাবক জনাব মোঃ সেন্টু হাজং এবং নালিতাবাড়ী শহীদ আব্দুল রশিদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি, সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি জনাব সাইফুল ইসলাম শামীম নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, এবং শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশের প্রতি গুরুত্বারোপ করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]