কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ প্রবাসীর স্বপ্নের মৃত্যু

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:১১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:১১:০৮ অপরাহ্ন

সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধিঃ স্বপ্ন ছিল বাড়িতে এসে পাসপোর্ট করে স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে স্বপ্নের কর্মস্থল সৌদি আরবে ফিরে যাবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী আশিকুজ্জামান আশিকের মৃত্যুতে সব স্বপ্ন শেষ।

গত রবিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে স্ত্রী, শিশু সন্তানের পাসপোর্ট করানোর জন্য কাজ শেষে সাতক্ষীরা পাসপোর্ট অফিস থেকে বাড়ী ফেরার পথে স্ত্রীর ওড়না মোটর সাইকেলের চাকার সঙ্গে পেচিয়ে দেবহাটা থানার হাদিপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সাজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে আশিকুজ্জামানের মৃত্যু হয়।

ঐ সময় গুরুতর আহত অবস্থায় শিশু সন্তান ও স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নলতা হাসপাতালে ভর্তি করে। নিহত সৌদি প্রবাসী আশিকুজ্জামান আশিক (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যদের সচ্ছলতা ফিরিয়ে আনতে সে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছিল।

গত ১৮/১৯ দিন আগে বাড়িতে এসে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের কর্মস্থল সৌদি আরবে ফিরে  যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার কথাই কথা রয়ে গেল স্বপ্ন পূরণ হলো না। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ঐ দিন রাতে এশার নামাজের পরে তার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]