রায়গঞ্জের গ্রামীণ কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী।

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৫:৫৬ অপরাহ্ন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: রায়গঞ্জের নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া চাঁনপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত।

অপরদিকে, গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে চানপাড়া হয়ে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত গ্রামীণ সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকেন।

এদিকে, গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়া তলা পর্যন্তও সড়কটি বেহাল হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সবচাইতে অবহেলিত একটি গ্রাম। যা দেখার কেউ নেই।

উক্ত সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যাতায়াতের চরম বিরম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। এ এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। তাছাড়া একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পডে। এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া চাঁনপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত।

অপরদিকে, গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত ও গ্রামপাঙ্গাসী মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়া তলা পর্যন্ত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]