নার্সিং পেশা ছেড়ে সফল উদ্যোক্তা কাজল

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৩৮:২৫ অপরাহ্ন
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অদম্য ইচ্ছা শক্তি ও নিজের চেষ্টার মাধ্যমে নার্সিং পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেটা ছেড়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, রিমা আক্তার কাজল নামের এক নারী উদ্যোক্তা।

নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, হাজারো তরুণীর আইডল ম্যান হিসেবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রিমা আক্তার কাজল। সে বাবা মায়ের বড় সন্তান। তার আরো ছোট চার বোন এক ভাই রয়েছে। ভাইবোন তাঁর সহযোগিতায় বর্তমানে পড়াশুনার পাশাপাশি ২ বোন তাহার কাজল বিউটি পার্লার এর কাজে সহযোগিতা করেন।
 
১৯৯৬ সালের ১৪ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করা রিমা আক্তার কাজল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে নার্সিং পেশায় যুক্ত হন। ছোট বেলা থেকে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছাশক্তি থেকে নার্সিং পেশাকে বিদায় জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঊর্মি বিউটি সেলুন ও ঐশী বিউটি পার্লার এবং নরসিংদীর আদুরী বিউটি সেলুন থেকে প্রশিক্ষণ গ্রহন করে নিজের পরিচালনায় বিজয়নগর উপজেলার আমতলী বাজার স্কুল রোডে কাজল বিউটি পার্লার স্থাপনের মাধ্যমে নিজের উদ্যোক্তা হওয়ার পথে যাত্রা করেন ২০১৭ সালের প্রহেলা নভেম্বর। 
 
এর মধ্যে সে মেকআপ আর্টিস্ট সেক্টরে অধিকতর জ্ঞান অর্জনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ঢাকার মানিকনগর প্রীতি বিউটি পার্লার এন্ড ইনস্টিটিউট  থেকে মেকআপ আর্টিস্ট হিসেবে লেভেল ২ কোর্স সম্পন্ন করেন।
 
বর্তমানে রিমা আক্তার কাজল ইন্ট্যারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচালিত কাজল বিউটি পার্লার পরিচালনার পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মেকআপ আর্টিস্টের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি নিজের কাজল বিউটি পার্লার এর মাধ্যমে একাধিক তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। অসংখ্য তরুণীদের মেকআপ আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করেছেন। বর্তমানে সে নিজে যেমন স্বাবলম্বী তেমনি তাহার মাধ্যমে একাধিক পরিবার স্বাবলম্বী হচ্ছে। 
 
কুমিল্লা মেকআপ ও ফ্যাশন ফেস্ট ২০২২ ফ্রেস্টিভাল প্রতিযোগীতায় তৃতীয় স্থান অধিকার সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৩০ টির মতো সম্মাননা গ্রহন করেন। এছাড়াও তিনি ৭ টি সেলিব্রেটি এডওয়ার্ড অর্জন করেন বলে জানা যায়।
 
কাজল বিউটি পার্লার এর স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা রিমা আক্তার কাজল জানান, তাহার উদ্যোক্তা হওয়ার পিছনে শত প্রতিবন্ধকতা থাকলেও পরিবার থেকে সাপোর্ট পাওয়ার কারনে এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। আমার পরিবার সব সময় আমার ইচ্ছা ও চেষ্টা কে সম্মান করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আজকের আমার এই অবস্থান তৈরি করতে পেরেছি। আমি চাই বর্তমান সমাজে নারীরা পুরুষের পাশাপাশি নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে নিজেকে তৈরি করার জন্য উদ্যোগী ভূমিকা রাখবে। 
 
তিনি নিজের ভবিষ্যৎ ইচ্ছা প্রকাশ করতে গিয়ে জানান, উদ্যোক্তা হিসেবে নিজেকে তরুণ প্রজন্মের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের ইতিহাস সৃষ্টি করার ইচ্ছে রয়েছে। আমি চাই আত্মনির্ভরশীল মানুষের মত নিজের জীবনের সবটুকু সময় ধরে রাখতে। পাশাপাশি আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করে যাচ্ছি। সেই কাজটা যেন নিয়মিত করে যেতে পারি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]