
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের (বাজিতপুর - নিকলি) সংসদীয় আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর ছেলে, মফিজুর রহমান সুমনকে, গতকাল১০ ই আগস্ট রবিবার ২০ ড্রাম ভর্তি মাছের গাড়ি ছিনতাই এর অভিযোগে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
অভিযোগের সূত্র থেকে জানা যায়, রবিবার বাজিতপুর উপজেলার সাহরামপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবু তাহের বিশ ড্রাম ভর্তি পাঙ্গাস মাছ একটি টমটমে করে বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। টমটমট গাড়িটি বাজিতপুর বাজার সংলগ্ন, বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন, তার চার,পাঁচ জন সহযোগীদের নিয়ে টমটমটির গতি রোধ করে। তারা মাছের মালিকআবু তাহের কে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয় এবং সুমন মাছ ভর্তি টমটম গাড়িটি কটিয়াদী উপজেলা সদরের স্বনির্ভর বাজারের আড়তে নিয়ে যান।
এদিকে, মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িযোগে কটিয়াদী এসে কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ দিলে উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুমনকে আটক করে।কিন্তু তার আগেই সুমনের সহযোগীরা মাছের গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তাহের জানান পুলিশ সুমনকে আটক করলেও আমি মাছ ফেরত পাইনি।
বাজিতপুর উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির জানান, সুমন বিএনপি কিংবা অন্য কোন অঙ্গ- সংগঠনের নেতা নন। আমরা মাছের গাড়িটি ছিনিয়ে আনার ঘটনার নিন্দা জানাই। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগকারী ও আটক ব্যক্তি বাজিতপুর থানার বাসিন্দা হওয়ায়, সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।