নালিতাবাড়ীতে ১০ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ।

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:০৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:০৩:৩৫ অপরাহ্ন
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
 
গতকাল রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবি'র হাতিপাগার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকের পর ওই ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
 
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ওই ১০ বাংলাদেশি। পরে ভারতের তুরা জেলা পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। গতকাল রোববার বিকেলে ও ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবি'র নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি কর্তৃপক্ষ তাদেরকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 
হস্তান্তর হওয়া ওই ১০ বাংলাদেশি নাগরিকরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দিনী লাকড়া (০২) এবং তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।
 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিজিবি ১০ বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের অভিভাবকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]