স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ৫ম দিনের মতো বরিশাল ব্লকেড

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৫:৪৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৫:৪৪:৩৪ অপরাহ্ন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল ‎শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ‎সারাদেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ৫ম দিনের মতো 'বরিশাল ব্লকেড' কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

এতে আজও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

‎তারা জানায়, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন প্রকার আলোচনা করেনি। 

আন্দোলনকারীরা আরও জানায়, গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]