শেরপুরে চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতার উদ্যোগে ব্যাতিক্রমী ক্যাম্পেইন

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৫:৩৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৫:৩৯:৫৩ অপরাহ্ন
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান সাফিতের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন জামায়াত নেতা রেজাউল হাসান সাফিত।
 
ক্যাম্পেইনে ২০০ জনের ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয় এবং পাশাপাশি প্রায় ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তার মধ্যে সাধারণ রোগী ছিল প্রায় ৮০ জন এবং শিশু ২০ জন। চিকিৎসাসেবা প্রদানে অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন ও প্রাথমিক সেবা পান।
 
ক্যাম্পেইনের প্রধান উদ্যোক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিত জানান, আমার স্বপ্ন একটি সুন্দর, সুস্থ্য ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলা। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসাসেবা পায়। এ ধরণের সেবামূলক কর্মসূচি ভবিষ্যতেও চলবে বলে জানান, রেজাউল হাসান সাফিত। 
 
ক্যাম্পেইনে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এ ধরনের সেবা মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার পথ নিশ্চিত করবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]