সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে সাংবাদিকদের মানববন্ধন

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৫:৩৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৫:৩৩:১৯ অপরাহ্ন

মো. হারুন-উর-রশীদ, (দিনাজপুর) থেকে : গাজীপুরে চৌরাস্তা মোড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার সকল  সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয়।

এসময় 
ফুলবাড়ী রিপোর্টার্স  ইউনিটির সভাপতি মো. হারুন উর রশীদ, ফুলবাড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবু সাইদ, থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফিজারুল ইসলাম ভু্ট্টু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]