
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার নামক সংলগ্ন ফরিদ বেপারীর লামিয়া ব্রিকফিল্ড, ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।
তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা যুবককে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ আগষ্ট, শনিবার, বিকাল ৩ টা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন ফরিদ বেপারীর ২ নং ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নোমান খান (৩৫) নামে ঐ যুবক। জানা যায়, বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হওয়া নোমান খান চরমেমানিয়া গ্রামের সিরাজুল হক খানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, "বিকাল সাড়ে তিনটার দিকে ইট ভাটায় জোয়ার পানি উঠলে, বৈদ্যুতিক তার পানিতে পড়লে তার তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ভাটার ম্যানেজার নোমান"।
এ ঘটনায় ইটভাটার মালিক ফরিদ উদ্দিন বেপারী জানান, মৃত নোমান, আমার ইটভাটার ম্যানেজার। দূর্ঘটনার সংবাদ শুনে ভাটায় গিয়ে দেখি তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমি এখন হাসপাতালে আছি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শেখ আমিনুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।