ভালুকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৬:৪৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৬:৪৪:২০ অপরাহ্ন

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভালুকা উপজেলা বিএনপি।

শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।   

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “জনপ্রিয় রাজনৈতিক নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে একটি মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।”   

তারা আরও বলেন, আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম শুধু দলীয় নেতা নন, তিনি ভালুকা বাসীর কাছে একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। তাঁকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ কলুষিত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সংবাদ সম্মেলনে বক্তারা অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]