
নিজস্ব প্রতিবেদক : আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-১০ কর্তৃক ফরিদপুরের ভাঙ্গায় গ্রেফতার।
অদ্য ০৮/০৮/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের্^ এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা হতে গোপালগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫ নাম্বারযুক্ত ওয়েলকাম এক্সপ্রেস লিঃ বাস হতে আনুমানিক ৪,২৬,০০০/- টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রমজান মোল্লা (২৮), পিতা- মোঃ মোস্তফা মোল্লা, সাং-পাখিমারা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রমজান মোল্লা (২৮) সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। তার বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।