ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারলেই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় হবে : মিফতাহ্ সিদ্দিকী

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:১০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর মধ্যে দিয়ে প্রাথমিক বিজয় হলেও এখন পর্যন্ত গণতন্ত্রের চুড়ান্ত বিজয় হয়নি। আওয়ামিলীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছল।

মানুষ দেড় যুগেরও বেশী সময় থেকে ভোট দিতে পারে নি। দেশবাসী এখন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। যেদিন সাধারণ মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সেদিনই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় নিশ্চিত হবে।


মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত গণতন্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে একটি অচলাবস্থা বিরাজ করছে। পতিত আওয়ামিলীগ তাদের দোসরদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে। প্রশাসনে চেইন অব কমান্ড নেই। তাই দেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। তাই অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ আব্দুল শুকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, ইন্তাজ আলী চেয়ারম্যান, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, এবিএম জাকারিয়া চেয়ারম্যান, আলমগীর চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মুুক্তিযোদ্ধাদল ও জাসাস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]