কটিয়াদীতে বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৮:৩০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৮:৩০:৩৭ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়িদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কটিয়াদী বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, মডেল থানার ওসি তদন্ত মোঃ হাবিবুল্লাহ খান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী বাজার বণিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হক শাহজাহান, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, কোষাধ্যক্ষ সুজন সাহা বংশী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ, সদস্য সোহেল খান, জোবের আলম শরীফ, মোতাহার হোসেন রুবেল, মোঃ আলমগীর হোসেন, আশরাফ উদ্দিন, মোঃ মনু মিয়া, আফজল হোসেনসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, কটিয়াদী একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের ঠাই দেওয়া হবে না। নতুন কমিটি ঐক্যবদ্ধ থেকে এই বাজারের সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, চুরি ও দখলবাজদের প্রতিহত করতে হবে। আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, কটিয়াদী বাজারকে পৌর প্রশাসকের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসাহবে। বাজারের সকল রাস্তা দ্রুত মেরামত করে দেওয়া হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]