নেত্রকোনায় নাবালিকা অপহরণের পর ধর্ষণ: রাজশাহীতে গ্রেফতার ধর্ষক। ​

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৭:৪৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৭:৪৪:৪৭ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নেত্রকোনার ১২ বছরের নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী ধর্ষক ফয়সালকে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৪ আগস্ট) ভোর রাত ৪টায় পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ধর্ষক ফয়সাল মিয়া (৩০), সে পুঠিয়া থানার ভালুকগাছি (খামারপাড়া), এলাকার মোঃ মোখশেদ আলীর ছেলে। সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গত (৫ জুন) সকাল ১০ টায় নাবালিকাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ওই সময় কয়েকজন দোকানদার বাধা দেওয়ার চেষ্টা করেও আটকাতে ব্যার্থ হয়। এরপর নাবালিকাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল।

এ ঘটনায় নাবালিকার পিতা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোনায় পিটিশন মামলা দায়ের করেন। মামলার পর থেকে ফয়সাল দেশের বিভিন্ন স্থানে নাবালিকাকে আত্মগোপনে রাখার চেষ্টা করে। অবশেষে সোমবার ভোর রাতে রাজশাহীর পুঠিয়া থানার ভালুকগাছী হোজারপাড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা-সহ ধর্ষক ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার সকালে আসামী ও নাবালিকাকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]