যে জানালায় আলো আসত, সেখানেই এখন ফাঁকা ঘর

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২১:৫০ অপরাহ্ন
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চুরির ঘটনা ঘটেছে। এবার চোরেরা পুরোনো ভবনের একটি স্টিলের জানালা খুলে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আমানউল্লাহ গত শনিবার (২ আগস্ট) রাতের ডিউটিতে বিদ্যালয়ের নতুন ভবনে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ শব্দ পেয়ে জেগে উঠে বাইরে বের হন। টর্চলাইট জ্বালিয়ে দেখেন, পুরোনো ভবনের সামনের একটি জানালা নেই। আশপাশে কাউকে দেখতে না পেয়ে পরদিন সকাল ৬টার দিকে বিষয়টি প্রধান শিক্ষককে জানান।
 
এর আগে ২০২৩ সালেও এ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ১৯টি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডারসহ বেশ কিছু মূল্যবান আসবাবপত্র চুরি হয়েছিল। সেই ঘটনার পর আবারও জানালা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 
স্থানীয়রা জানান, বিদ্যালয় ছাড়াও আশপাশের এলাকা থেকে মসজিদের মাইক, ফ্যান এবং খামার থেকে গরু চুরির মতো ঘটনা বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করছেন তারা।
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক খান বলেন, "চুরির খবর পেয়ে আমি স্কুলে গিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চাই, চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।"
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা খানম বলেন, "চুরির ঘটনা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী থানায় একটি অভিযোগও করেছি।"
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বলেন, "জানালা চুরির ব্যাপারে এখনো কিছু জানতাম না। আপনার মাধ্যমে জানছি। তবে পূর্বের ফ্যান চুরির ঘটনায় প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন এবং আমি তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছিলাম।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]