ভালুকায় রাস্তা নিয়ে দন্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৫:৫১ অপরাহ্ন
 
 
 
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তা নিয়ে দন্ধে ভালুকা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায়। 
 
কবির হোসেনের অভিযোগ ডুবালিয়াপাড়া এলাকায় তিনি মায়ের ওয়ারিশান সূত্রে ১ একর ৮১ শাতাংশ জমি প্রাপ্ত হন। দীর্ঘদিন যাবৎ তিনি শান্তিপূর্ণ ভাবে জমিতে বাড়ী নির্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু কিছুদিন যাবৎ একই এলাকার হাবিবুর রহমান ও আল আমিন গংরা মিলে জোরপূর্বক জমি থেকে গাছ কেটে রাস্তাসহ ড্রেন নির্মাণের চেষ্টা করে। পরে তিনি ভালুকা মডেল থানায় হাবিবুর রহমান, আব্দুল বারেক, মনোয়ার হোসেন, রহিম মিয়া, কাজল, ফারুক, আল-আমিনসহ অজ্ঞাত ১৪/১৫ নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ড্রেন নির্মানের কাজ সাময়িক বন্ধ করেন।
 
 
অপরপক্ষে আল আমিনের দাবী ৩০ বছর যাবৎ ১০/১২ টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করেছেন কবির হোসেন। তার মতে রাস্তা বন্ধ করায় ও পানি নিষ্কাশনের ড্রেইন না থাকায় পিছনের সবগুলো বাড়ীতে পানি আটকে স্থানীয়রা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। তাই কবিরকে একাধিকবার অনুরোধ করলেও তিনি পানির পাইপ স্থাপন করতে না দেয়ায় তারা বাধ্য হয়েই পানির পাইপ স্থাপনের চেষ্টা করছেন। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে কবির হোসেন সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
 
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জমি ও রাস্তা নিয়ে দন্ধে পাল্টা পাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]